নারী দিবসে বৃটিশ নাগরিক লুসিকে বাংলাদেশী নাগরিক পরিচয়পত্র প্রদান

নারী দিবসে বৃটিশ নাগরিক লুসিকে বাংলাদেশী নাগরিক পরিচয়পত্র প্রদান

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^’ শ্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সভাপতি রাবেয়া খাতুন এবং সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা।
সভায় বক্তারা করোনাকালীন সময়ে নারীদের সংগ্রাম করে এগিয়ে চলার উপমা টানেন। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য নারী দিবসে ব্রিটিশ বাংলাদেশী নাগরিক লুসি হেলেন হল্ট, জবেদা বেগম, শাহিনা আজমিন, জাহানারা বেগম স্বপ্না ও রেহেনা বেগমকে সম্মাননা প্রদান করা হয়। 

এ সময় বৃটিশ-বাংলাদেশী নাগরিক লুসি হেলেন হল্টকে বাংলাদেশী নাগরিক পরিচয়পত্র, বয়স্কভাতার কার্ড এবং ক্রেষ্ট প্রদান প্রদান করা হয়।